সাম্প্রতিক প্রকাশনা

পাশাপাশি থাকা

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 179 জন পাঠক।
 পাশাপাশি থাকা

শহর ঢাকায়
বস্তিবাসী, আগুন ও মাস্তান
পাশাপাশি থাকে।

ওখানে আগুন লাগলে
অভিজাত পাড়ায় এসি চলে 

কেউ একা
আগুন কিংবা বস্তি তাকে স্পর্শ করে না।

শহরের বস্তিতে সব গরম বা শীতে প্রজ্জ্বলিত হয় বস্তিবাসী মানুষ
সে আগুনে মাস্তানের সিগারেট জ্বলে।

অভিজাত পাড়ায় চলে যায়
এ পাড়ার ডাইল, নারী, জুয়াও

তবু মাস্তান, বস্তিবাসী ও আগুন পাশাপাশি থাকে।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog