সাম্প্রতিক প্রকাশনা

হুইসেলের শব্দে আমাকে খুঁজে পাবে

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 243 জন পাঠক।
 যে ট্রেনটিতে আমি ছিলাম,
যদি তুমি তা ধরতে না পারো;

জানবে তুমি যে, আমি চলে গেছি স্টেশন ছেড়ে;

শত শত মাইল দূর থেকেও তুমি ট্রেনের
হুইসেলের শব্দ শুনতে শুনতে আমাকে খুঁজে পাবে।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog