চোখের সামনে যা দেখি তা‘কি সত্য?
যা দেখতে পাওয়া যায় তার সবটুকুই কি দৃষ্টিগ্রাহ্য?
যা শুনতে পাওয়া তার কতটুকু সত্য?
যা অনুভব করা যায় তা‘কি হ্নদয় গভীরে অনুভূত হয়?
যা মিথ্যা তার সবটুকুই কি মিথ্যা?
যে অন্যায় করে বানায় অর্থ তার সবটুকুই কি অভ্যাস, না‘কি চাহিদার তাগিদ?
যে জলে জন্মায় তার সবটুকুই কি জলজ?
যে স্থলে জন্মায় সে জল ছাড়া বাঁচে না কেন?