সাম্প্রতিক প্রকাশনা

বাতওয়ালের ক্ষুধা (সপ্তদশ পরিচ্ছেদ) ধারাবহিক বৈজ্ঞানিক কল্পকাহিনী)

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 227 জন পাঠক।
 সপ্তদশ পরিচ্ছেদ

মিনহাজ সাহেব বসে আছেন। ওঝিমান্ডা লেসার বেরিয়ারের সম্ভাব্য ক্রটি সারাতে ব্যস্ত। সেলিমকে যে মহাজাগতিক শক্তি ছিনিয়ে নিয়ে গেছে তা এখনও শনাক্ত করা সম্ভবপর হয়নি। মিনহাজ সাহেব গত ২৪ ঘন্টা শুধুই বিলাপ করেছেন। এখন তিনি শান্ত। মিনহাজ সাহেবের এই মানসিক  অবস্থায় তাকে আর বেশি বিরক্ত করতে চান না ওঝিমান্ডা। তিনি ঠিক করলেন প্রথমে এই মহাজাগতিক শক্তির উৎস ও ক্ষমতা তাকে বের করতে হবে। এই প্রথম ওঝিমান্ডা সরাসরি ভালকান গ্রহের ট্রেটা ৭০৭ কম্পিউটারের সাহায্য নেওয়ার কথা চিন্তা করলেন। 

ট্রেটা ৭০৭ একটি আশ্চর্য সুপার ন্যাচারাল কম্পিউটার। ভালকানে যখন হঠাৎ প্রাণীকুলের বিবর্তন ঘটছিলো তখন ট্রেটা ৭০৭ বানানো হয়। ভালকানের বিজ্ঞানীরা কমবেশি চিন্তিত হয়ে পড়লেন কিভাবে প্রাণীদের এই হঠাৎ বিবর্তন বন্ধ করা যায় তা ভাবতে গিয়ে। ভালকানে তখন প্রাণী বলতে শুধুমাত্র মাছই ছিল। মাংসাশী সব প্রাণীর বিলোপ ঘটেছে তখন। অনেক প্রজাতির মাছ ছিল ভালকানে। 

এদের বেশিরভাগই পূর্বসূরিদের মতো শল্লসজ্জিত ছিল। ত্বকের হাড়ের প্লেটের সঙ্গে ভারি আঁশ যুক্ত তো ছিলই, চোয়ালে ছিল ভীতিকর দাঁত। এছাড়া এদের দেহের ভিতরে হাড়ের কাঠামো গড়ে উঠছিলে এবং দেহের লম্ব বরাবর নমনীয় রডের চারপাশে গড়ে উঠছিলো শিরদাঁড়া। ভালকানের সব প্রজাতির মাছেই পার্শ্বপাখনা বেশ বিকশিত অবস্থায় ছিল। দুজোড়া ছিল পার্শ্বপাখনা। বক্ষপাখনা  জোড়া ছিল গলার ঠিক পেছনে। অবশ্য এদের অঙ্গপ্রত্যঙ্গের সংগঠনে বিশেষ বৈচিত্র্য ছিল।  এই অবস্থাতেই মাছের রাজ্যে ভাঙন স্পষ্ট হয়ে ওঠে। একটি দলের মাছ দেহ থেকে তার সব হাড় খুইয়ে বসে এবং দেহে হাড়ের চেয়ে নরম, খুব নমনীয় ও হালকা তরুণাস্থি অর্জন করে। এভাবেই ভালকানের মাছের রাজ্যে বিপর্যয় তীব্র হতে থাকে। 

সেসময় ট্রেটা ৭০৭  সুপার ন্যাচারাল কম্পিউটার ব্যবহার করে মাছের রাজ্যের বিপর্যয় বন্ধ করা যায়। ট্রেটা ৭০৭ বিশ্লেষণ করে দেখা যায় যে, সৌরজগতের প্রাণবৈচিত্র্যে ভরপুর গ্রহ পৃথিবীর একটি অঞ্চলে এখনো আধিপত্য বজায় রেখে চলেছে সরীসৃপেরা। 

দক্ষিণ আমেরিকার  সমুদ্রপোকূল থেকে ১০০ কিলোমিটার দূরে, প্রশান্ত মহাসাগরের বুকে বিচ্ছিন্ন একটি দ্বীপ গ্যালপাগোস। এ দ্বীপে মানুষ ছাড়া বাস করে শিলা খন্ডের ফাঁকে ফাঁকে টিকটিকি ও গিরগিটি জাতীয় সরীসৃপ। রয়েছে বিশাল বিশাল সব কচ্ছপ যারা ক্যাকটাসের ভেতর দিয়ে হেঁচরে চলাচল করে। বিবর্তনের এই চূড়ান্ত বিকাশের নমুনা অবিলম্বে ভালকানে স্থানান্তরের প্রস্তাব দেয় ট্রেটা ৭০৭। কারণ মাৎস্য প্রজাতির বিবর্তনের পাশাপাশি ভালকানের উত্তপ্ত বর্হিভাগে যদি সরীসৃপের আবির্ভাব ঘটানো যায় তবে কৃত্রিম ডোম তৈরি করে পৃথিবীর বিশ কোটি বছর বাগের পরিবেশ ভালকানেও সৃষ্টি করা যাবে। আর এভাবেই ভালকান গ্রহে বিলুপ্ত প্রায় প্রাণী সরীসৃপদের আবারও ফিরিয়ে আনা সম্ভবপর হবে। (চলবে)

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog