সাম্প্রতিক প্রকাশনা

নরম নরম মেঘ

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 149 জন পাঠক।
 নরম নরম মেঘগুলো ইউরোপ থেকে যায় এশিয়ায়।

দাঁড়কাক বাংলাদেশ আর ইতালিতেও দেখা যায়।

খিদের জ্বালায় ছোট শিশু যেমন মায়ের দুধ চায়,

তোমার কথা মনে হলেই চোখে বৃষ্টি ঝরে যায়।

সুস্বাদু লাগে যেমন থাই স্যুপ,

শস্য ভরা ক্ষেত তেমনি সমৃদ্ধির অন্যরূপ।

সবুজ-শবজি দেহের জন্য না’কি খুব পুষ্টিকর।

তোমার আমার প্রেমের পুষ্টি থাকবে জানি চিরন্তর।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog