সাম্প্রতিক প্রকাশনা

ভাইরাস আক্রমণ এবং আন্ত গ্যালাক্সী সমঝোতা (ধারাবাহিক সায়েন্স ফিকশন কল্পকাহিনী) (অষ্টম পর্ব)

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 83 জন পাঠক।
 
৮.
মার্সিয়াসের সঙ্গে আমি আর তামান্না ভালকানের বাংলাদেশ বেস স্টেশনে এসেছি আজ দু’দিন হয়েছে। ডিএনএ টেস্টের জন্য আমাদের রক্ত নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থায়। আমার আর তামান্নার ডিএনএ এনাল্যাসিস করে দেখা হবে পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে নারীরা কেন করোনায় কম আক্রান্ত হচ্ছে এবং পুরুষদের আক্রান্ত হবার হার বেশি কেন? বিষয়টি নিয়ে পৃথিবীর বিজ্ঞানীরা এখন্ও সুনির্দিষ্ট গবেষণা করছেন না।তারা শুধু ভ্যাকসিন নিয়েই গবেষনারত। কিন্তু ভাইরাসের রূপের উপর গবেষনায় খুব একটা কাজ হবে না বলেই ভালকানের বিজ্ঞানীরা মনে করেন। কারণ হিসেবে তারা বলছেন যে, ‘বিশ্বে করোনার একটি নতুন ও বহুবার পরিবর্তিত ধরণ শনাক্ত করা হয়েছে। প্রায় ৩৬ বার রূপান্তরিত করোনার নতুন ধরনটির নাম ‘বিএ.২,৮৬’।

এখন পর্যন্ত  বিশ্বের চারটি দেশে করোনার নতুন এই ধরনে সংক্রমিত বেশ কিছু মানুষ পাওয়া গেছে। পৃথিবীতে বর্তমানে যে ধরনের আধিকপত্য দেখা্ যায় তার নাম ‘একসবিবি ১.৫”। এই ধরনটির সাথে ‘বিএ.২,৮৬’ এর পার্থ্যক্যের মূলে আছে বহুরূপান্তর।

করোনার একটি আগের ধারা থেকে বহু রূপান্তরের মাধ্যমে ‘বিএ.২,৮৬’ধারাটির জন্ম। এর ফলে দেখে যায় যে, করোনার যেসব ধরনকে নিশানা করে টিকা বানানো হয়েছে, তার থেকে এই ধরন ‘বিএ.২,৮৬’ ভিন্ন প্রকৃতির। এখন তাই এটা দেখার বিষয় যে, রোগ বিস্তারের ক্ষেত্রে এইধরন অন্যান্য ধরনের সাথে প্রতিযোগিতা করতে পারছে কিনা, অথবা ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতাকে তা ফাঁকি দিতে পারে কিনা।

পৃথিবীর অনেক দেশ এখন রোগীর করোনা পরীক্ষা ও ভাইরাসের জিনোম এনাল্যাসিস ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। এ অবস্থায় ‘বিএ.২,৮৬’ এর গতিপথকে ভালো মনে করছে না ভালকানের জিনোমিকস বিশেষজ্ঞরা। তাদের ধারণা করোনার এই ধরনটির রূপান্তর ঘটেছে বহুবার। আর এধরনের রূপান্তরই ধরনটির গঠনকাঠামোতে আগের ধরনগুলোর তুলনায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে। কবে কোথায় আবার ‘বিএ.২,৮৬’ ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠবে তার কোন নিশ্চিয়তা নেই। (চলবে)

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog