সাম্প্রতিক প্রকাশনা

‘সুবোধ’ তুমি জেগে উঠো

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1385 জন পাঠক।
 ক্রমে অস্তিরতা তীব্র হয়।
ক্লান্ত পাখির দেহের পাখনা আসে বন্ধ হয়ে;
ঘর্মাক্ত দেহ নুয়ে আসে; ক্রমে হয় ন্যুজ্জমান।

এ কেমন হতাশাময় জীবন?

‘সুবোধ’রা অস্তিরতায় ক্ষিপ্ত হয়,
পালানোর ইচ্ছা ক্রমে ম্লান হয়ে আসে।
পলায়নী ইচ্ছা ভুলে ‘সুবোধ’রা প্রতিরোধ গড়ে;

গ্রামে-গঞ্জে লোকালয়ে বিপ্লবের ঝলকানি রেখা ক্রমশ স্পষ্ট হয়ে উঠে।

‘সুবোধ’ তুমি জেগে উঠো,
নতুন দিন আগত প্রায়,
তুমি গেয়ে উঠো মহিমান্বিত সেদিনকে অভিবাদন জানাতে।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog