আষাঢ়ের বৃষ্টিভেজা বিকেলে
তমালিকার চোখের বিষণ্মতা
প্রেম, ভালোবাসা মিলে বর্ষার কবিতা হয়,
তারপর . . . . শ্রাবণের মেঘ থেকে
ঝরে পড়ে মহাকাব্য হয়।
মহাকাব্যের সিডি
তথ্যসরণী ধরে মেঘের রাজ্যে পৌঁছায়।
নীপ নিকুঞ্জে বাতাসের প্রণয় ক্যাসেট।
বকুলের মালা মেঘ রাজ্যে কেন অ্যাসিডের ভাইরাস ছড়ায়?
কম্পিউটার জেনারেশনে মেঘ আর কালো হয়ে রঙে রঙে গর্জে উঠে বৃষ্টি ঝরায় না।
এখন তপু অপেক্ষায় থাকে
কম্পিউটারাইড বৃষ্টি দেখার আশায়।
স্বর্গ থেকে রবীন্দ্রনাথ বলেন,
‘নীল নবঘনে আষাঢ় গগনে
কম্পিউটারাইড বৃষ্টি আর নাহিরে।’