সাম্প্রতিক প্রকাশনা

ভালোবাসার সফটওয়্যার

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1300 জন পাঠক।
 
তুমি তো জানোই না  কেমন করে একটি বিকেল 
বুড়িয়ে যাচ্ছে বাইরে-
তুমি ব্যস্ত-
ডাটাবেজ, ইন্টারনেট আর ওয়েব পেজ নিয়ে।

পুরোনো  ম্মৃতিময় ফাইলগুলো
ডকুমেন্টসহ ফেলোছো যে মুছে
কিন্তু হার্ডডিস্ক, তুমি আর ভালোবাসা দিয়ে ফরমেট করোনি।

ভালোবাসা ভরা কতই না ই-মেইল পাঠাই
একটিবারও ওপেন করোনি,
ভাইরাস সখ্যতা ছড়িয়ে পড়ার ভয়,
ভালোবাসার আকুতি মিশানো ডিস্কেট পাঠাই,
প্রতিবারই তোমার মনের মনিটরে
লেখা  হলো- ‘দ্য ডিস্ক ইজ আনরিডেবল’।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog