সাম্প্রতিক প্রকাশনা

মানচিত্র

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1159 জন পাঠক।
 এখনো পেঁজা তুলো মেঘ ওড়ে
প্রাচীন অশত্থ শাখায়
নেতার হতচকিত আতড়বা ফিরে আসে।
বাতাসে ভুলের আর্তনাদ
মানচিত্র ক্ষত-বিক্ষত
শুভ কথা, বাক্য বিনিময় সিক্র সিক্্র শার্প শুটারের অর্গান।

বাতাসে আর্তনাদ-
আমাকে রক্ষা কর।।
আর্তনাদ শুনি’ গরীবস্য গরীবের
নারীদের হাত পোড়ে মৌলবাদে
কতটুকু আর্দ্রতা, উষতা পেলে
স্ফীত হবে ওই হাত?

লোকটা এখনো টুপিসমেত মিছিলের সামনে চলে আসে
চশমার ফাঁকে দেখে প্রৌঢ়, রমণী
মানচিত্রে হেলান দিয়ে বক্তৃতা শোনে।
কারা যেন বলে
মানচিত্র বলয়ে লেখা হবে
তোমার নাম।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog