সাম্প্রতিক প্রকাশনা

সব উচ্ছ্বাস থামলে তুমি কোথায় থাকবে?

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1158 জন পাঠক।
 সব উচ্ছ্বাস এক সময় থেমে যাবে,
তুমি তখন আবার মেতে উঠবে নতুন কিছু নিয়ে।
জী্বন কেবল উচ্ছ্বাস আর উৎকণ্ঠায় ভরা

কত বার নানা রঙের উচ্ছ্বাস, উৎকণ্ঠা, আকুলতা তুমি পার হয়ে এলে।
এ যেন প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের মতো;

অথবা,

আতলান্টিক মহাসাগরের শীতলতম ঢেউয়ের আহাজারি;
কিন্তু সব উচ্ছ্বাস, উৎকণ্ঠা, আকুলতা, আকাঙ্খা থেমে যাবার পরে
তোমার অবস্থান কোথায় হবে?

নতুন ভেসে উঠা পদ্মা সেতুতে?
না’কি কিছুটা পুরাতন যমুনা সেতুর ফাটল ধরা অংশে??

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog