সব উচ্ছ্বাস এক সময় থেমে যাবে,
তুমি তখন আবার মেতে উঠবে নতুন কিছু নিয়ে।
জী্বন কেবল উচ্ছ্বাস আর উৎকণ্ঠায় ভরা
কত বার নানা রঙের উচ্ছ্বাস, উৎকণ্ঠা, আকুলতা তুমি পার হয়ে এলে।
এ যেন প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের মতো;
অথবা,
আতলান্টিক মহাসাগরের শীতলতম ঢেউয়ের আহাজারি;
কিন্তু সব উচ্ছ্বাস, উৎকণ্ঠা, আকুলতা, আকাঙ্খা থেমে যাবার পরে
তোমার অবস্থান কোথায় হবে?
নতুন ভেসে উঠা পদ্মা সেতুতে?
না’কি কিছুটা পুরাতন যমুনা সেতুর ফাটল ধরা অংশে??