সাম্প্রতিক প্রকাশনা

কোনো কিছুই আর নেই আগের মতো

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1118 জন পাঠক।
 এখন আর কলা বাদুর উড়ে যায় না কড়িকাঠের খোপে খোপে;
ডাকে না আর পেঁচা ডুমুর গাছের নির্জন অন্ধকারে,
সংসার জীবন এখন বড্ডো বেশি আধুনিক।

যুদ্ধের খবর গ্রামেগঞ্জে আগেও এসে পৌঁছতো, 
এখন পৌঁছায় অন্যরকমভাবে।

ডলার, পাউন্ড আর রিয়েলের কারসাজিতে গ্রামীণ জনপদে আর রাত নামে না।
ঘুম নেই, গরিব গরিবস্য মানুষ আর সদ্য ধনী হওয়া মানুষের চোখে।

জরাগ্রস্ত পৃথিবীকে ক্রমশ গ্রাস করে দাবানল, 
গ্রীষ্মে খড়তাপ আর প্রবলতর শীতের কাঁপন।
কোন কিছুই নেই আর আগের মতন;

বিশ্বাস, নির্ভরতা আর প্রেম:
সব কিছু ছায়ায় হারায়;
পরে থাকে পোড়া ঘা্স,
পশু আর ক্ষতময় জীবন।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog