সাম্প্রতিক প্রকাশনা

শৈশব যেন ছুটে চলা ট্রেনের কামরা

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1325 জন পাঠক।
 গত রাতে নিদ্রাহীন আমি
অলীক স্বপ্ন দেখে শিউরে উঠি যেন;
সবুজ ঘাসে ঢাকা একটি ট্রেন ছুটে চলে পদ্মানদীর তীর ঘেষে গোধূলী বেলায়।

ট্রেনের সব কামরাগুলো যেন আমার শৈশবের হারিয়ে যাওয়া দিন;
প্রতি ক্ষণে হারিয়ে ফেলা সুখকর দিন ও রাত;

আমি যেন, প্রাণপনে চিৎকার করি; অজানা ভয় ও পাবার আশায়!
দয়া কর ‘সময়’ একটুখানি দাঁড়াও;
এখন্ও যে আমার আরো অনেক কিছু করার আছে, 
অনেক স্বপ্ন হয়নি পূরণ, অনেক কাজ রয়ে গেল বাকি!!

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog