সাম্প্রতিক প্রকাশনা

কুশল সংবাদ

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1119 জন পাঠক।
 তুমি আছো আতলান্তিকের ওপার,
আমি বাংলাদেশ।
কুশল সংবাদ সুধালে, বল, ‘আল্লায় রাখছে ভাই’।

এই কার্তিকের মাসে, কেমন চলছে জীবন তোমাদের?
সিত্রাং  এর জলোচ্ছাসে ভেসে গেছে আমনের ভরা ক্ষেত।
মেঠো ইঁদুরের ঘর ভেঙে চুরমার।।
মাছগুলো ঘেড় ভেঙ্গে ভেসে গেছে সব।
তবুও একটু হেসে জবাব দাও,‘আল্লায় রাখছে ভাই’।

নেই কোনো অভিযোগ কারো কাছে, কেবলই মেনে নাও ভাগ্যে যা লেখা আছে তাই!

তবুও তো যাও তুমি ভাগ্যান্বেষণে বহুদূর দিগন্তের পথে;
মহাসাগরে ভেসে যাও বিশাল পালহীন নৌকায়। 
তারপর সাগরের বুকে হয় সলিল সমাধি।
আর প্রিয় মুখগুলো মানচিত্র আঁকড়ে পড়ে থাকে।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog