সাম্প্রতিক প্রকাশনা

আমিও মানুষ

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1117 জন পাঠক।
 জন্মের সময় আমি কালো ছিলাম, 
যখন আমি মায়ের স্নেহে বেড়ে উঠলাম তখনো আমি কালো।

সূর্য যখন তার অনাবিল রশ্নিতে আমাকে উষ্ণ করে তুললো তখনও আমি কালো।

ভয়ে যখন আমি শংকিত তখনও আমার মুখের রং কালো।
অসুস্থ, ক্লান্ত আমি, মুখশ্রী আমার তখনও কালো।
এবং মৃত্যু এসে যখন আমায় আলিঙ্গন করলো
তখনও কালো মানুষ আমি কালোই রয়ে গেলাম।

আর সাদা মানুষ তুমি,
জন্ম নিলে যথন তখন তুমি কী অপরূপ গোলাপী!
তারপর মায়ের কোলে, আদরে বেড়ে উঠলে ধবধবে সাদা হয়ে।
সূর্যের  প্রখর তাপে তুমি লাল হয়ে উঠলে,
শীতের চরম শীতলতা তোমায় করলো  নীল।

এক সময় ভীত সন্ত্রস্ত তুমি হয়ে গেলে পীত বর্ণের,
অসুস্থ তুমি বর্ণে সবুজ,
আর মৃত্যুর কোলে ঢলে পড়ার সময় হয়ে গেলে ধূসর বর্ণ!!

আর সেই তুমিই আমাকে বল কী’না আমি বহুবর্ণের!!!

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog