সাম্প্রতিক প্রকাশনা

চুপ থাকা সুবোধ তুমি!!

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1117 জন পাঠক।
 এখন নানা পথ নানা মত পরস্পরের বিরুদ্ধে;
সুবোধ তুমি চুপচাপ থাকো।

ওরা সবাই যার যার মতো সব কিছুই দখল করে নেবে
তুমি শুধু চেয়ে রবে একাকী দলহীনভাবে।

এখনতো সময় দলাদলির, সুবোধের দল নেই কোনো;

তুমি তো কেবল বহুজনের খাবলাখাবলির শিকার।

শীতের পাখিরা তবু পরিযায়ী হয়,
তোমার জন্য খোলা নেই কোনো পথ,
অবারিত নেই কোন পথ, আকাশ বা জলে।

এখনও সন্ধ্যা নামলে তুমি পোস্টারে ভরে দাও জনতার বুকের দেয়াল;
এখনও জ্যোস্না রাতে তুমি চেয়ে থাকো অগণিত নক্ষত্রের পানে এলিয়েনের বার্তার আশায়।

অথবা বিলুপ্তপ্রায় কলা বাদুরের মতো ডানা ঝাপটাও তুমি;
অথবা এখনও দু’চারটা বিচরণশীল মেঠো ইঁদুরের মতো অতৃপ্তিতে চেয়ে থাকো
অ্যান্ডোমিডা ছায়াপথ পানে নিঃশর্ত শান্তির আশায়।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog