সাম্প্রতিক প্রকাশনা

কাক কাহিনী সপ্তম পর্ব

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1314 জন পাঠক।
 কাক কাহিনী

সপ্তম পর্ব

ড.সোবহানকে গত কয়েকদিনের ঘটনা সম্পর্কে জানাতে নিলয় তাকে ফোন করে। তুলতুলের আশ্চর্যসব কথোপকথনের রেকর্ডও তার কাছে পাঠিয়ে দেয়। পুরো বিষয়টি জানতে পেরে ড.সোবহান ক্রমশই বিস্মিত হন। পাখি বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতায় এমন আশ্চর্যজনক ঘটনার কথা তিনি আর শোনেননি। তুলতুলকে খুব কাছ থেকে দেখার ইচ্ছা হয় ড.সোবহানের। ডিজিটাল ক্যামেরায় তোলা ভিডিও থেকে তুলতুলকে সাধারণ কাক বলে মনে হলেও, কোথায় যেন একটা ‘কিন্তু’ আছে? কী সেটা? এটাই তাকে বের করতে হবে।

আজ নিলয়ের বাসায় এসেছেন পক্ষীবিদ ড.সোবহান। আজও তুলতুল নামধারী কাকটি নিলয়ের বাসার বারান্দায় এসেছে। ড.সোবহানের সঙ্গে তার দৃষ্টি বিনিময় হয়েছে কয়েকবার। অদ্ভুত একটা নিঃস্প্রভ দৃৃষ্টি যেনো। সাধারণ প্রজাতির কাক থেকে একটু ভিন্ন নয় কি? মনে প্রশ্ন জাগে ড.সোবহানের। 

মার্কিন মুল্লুকে আমিরিকান কাকের বৈজ্ঞানিক নাম হচ্ছে (Corvus brachyrhynchos)  । এরা স¥ার্ট ও সামাজিক পাখি। তবে র‌্যাভেন নামে কাকের খালাতো ভাই রয়েছে, যাদের বৈজ্ঞানিক নাম (Corvus corax)  । কাকরা বুদ্ধিমান হলেও, র‌্যাভেনদের বলা হয় সব পাখিদের মধ্যে সবচেয়ে স্মার্ট পাখি। তবে এদের দেখা মেলে রকি পর্বতমালার পশ্চিম থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত। এছাড়া কানাডা সীমান্তের কাছেও এদের দেখা মেলে মধ্য পশ্চিম প্রান্তে, নিউ ইংল্যান্ডের উত্তরাংশেও কিছু কিছু র‌্যাভেন চোখে পড়ে। সাধারণ কাকের চেয়ে এরা নিভৃতচারী এবং সাধারণত একাকী বা জোড়ায় দেখতে পাওয়া যায়। তবে গায়ের রং কুচকুচে কালো হয়। আমাদের দাঁড় কাকের মতোই। তবে আকারে কিছুটা বড়। র‌্যাভেনদের লেজ হয় হিরকাকৃতির। দুঃখজনক ব্যাপার এই যে তুলতুল এদের কোন দলেই পরে না। তা‘হলে তুলতুল আসলেই কি করভাস গোত্রের না কি সে ভিন গ্রহের প্রাণী? অথবা তাকে উন্নত বিশ্বের কোন গবেষণাগারে মিউটেশন করে বানানো হয়েছে? (চলবে)

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog