সাম্প্রতিক প্রকাশনা

বন্যতায় সে মুক্ত নারী এক

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1177 জন পাঠক।
 বন্যতায় সে মুক্ত নারী  যেনো এক,
এক বিন্দু শিশির ঝরে পড়ার মতো তার বিচরণ,

সীমানার ধারণাহীন সে;
এবং নিয়ম ও রীতিনীতির পরোয়া করে না সে;

সময়ের বিপক্ষে দাঁড়ানো তার জন্যে আদৌ কোন ব্যাপার না।
তার জীবন যেন নিষ্কলুষ প্রবাহমানতা,
তার উপস্থিতির  উষ্ণতা যেন বিশুদ্ধ জলের মতো।

আদতেই সে কোন পুরুষের ঘরনী অথবা শহরের বাসিন্দা নয়, সে শুধু বন্যতায় মুক্ত এক নারী।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog