জিন্স প্যান্টের ছোট্ট পকেটে আমার হৃদয়
তা‘হলে তুমি আমাকে তোমার সুদৃশ্য জিন্স প্যান্টের ছোট্ট পকেটে লুকিয়ে রাখতে পারো।
আমাদের চার চোখের মিলন না হওয়া পর্যন্ত
জড়িয়ে রেখো প্রগাঢ় ভাবে আমায়।
তুমি কখনই একাকী বোধ করো না,
অপেক্ষা করো শুধু,
আমার ঘরে না ফেরা পর্যন্ত।।