যখন তুমি পেছন ফিরে তাকাও
অজানা বিষণ্নতার ছায়ার তিমির তোমার ওপর বটবৃক্ষের শাখা হয়ে ছায়া দেয়।
তুমি তা কখনও দেখতে পাও না।
স্মৃতি তোমাকে কৈশোরে নিয়ে যায়,
অথবা একদম শিশুকালে;
যখন তুমি যুক্তিহীন বায়না করতে সব কিছু পাবার জন্য।
বিশ্ব সংসারের সবকিছু তোমার আপন তখন,
অর্থহীন ভালোলাগায় তুমি শিহরিত হতে অনুক্ষণ।
সে সব স্মৃতিকে আজ হারালে কোথায়?