সাম্প্রতিক প্রকাশনা

স্মৃতি তোমাকে কৈশোরে নিয়ে যায়

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1321 জন পাঠক।
 যখন তুমি পেছন ফিরে  তাকাও
অজানা বিষণ্নতার ছায়ার তিমির তোমার ওপর বটবৃক্ষের শাখা হয়ে ছায়া দেয়।
তুমি তা কখনও দেখতে পাও না।

স্মৃতি তোমাকে কৈশোরে নিয়ে যায়,
অথবা একদম শিশুকালে;
যখন তুমি যুক্তিহীন বায়না করতে সব কিছু পাবার জন্য।

বিশ্ব সংসারের সবকিছু তোমার আপন তখন,
অর্থহীন ভালোলাগায় তুমি শিহরিত হতে অনুক্ষণ।
সে সব স্মৃতিকে আজ হারালে কোথায়?

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog