সাম্প্রতিক প্রকাশনা

হারানো বাবা ও ছেলে

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1381 জন পাঠক।
 হারানো বাবা ও ছেলে

মাত্র চার বছরের ছেলেটি প্রিয় একজনের হাত ধরে অবাক বিস্ময়ে,
আনন্দে আর আগ্রহে, দাঁড়িয়ে আছে সেজান পয়েন্ট সুপার মার্কেটের সামনে।
প্রিয় মানুষটাকে জিজ্ঞাসা করলো, আমাকে কেন খেলনা কিনে দেবে?
আমি সব পরীক্ষায়  এ প্লাস পেয়েছি বলে?

ছেলেটি একদিন বড় হবে, তখন এই সেজান পয়েন্ট সুপার মার্কেট হয়তোবা থাকবে না 
অথবা থাকবে, কিছুই আসবে যাবে না তাতে।

থাকবে এই সন্ধ্যার স্মৃতি; যেখানে চার বছরে নিজের বাবাকে হারানো ছেলেটি
অন্য এক প্রিয় মানুষের হাতের আঙুল ধরে নিজের বাবাকে খোঁজার চেষ্টা করছিল।
এমনকি সেই ছেলেটির স্মৃতি থেকেও হারিয়ে যাবে এমন একটি সন্ধ্যা।

তবুও শীত এই শহরে, গ্রামে গঞ্জে, কার্তিকের ধান কাটার মাঠে আবারো ফিরে ফিরে আসবে।

সব কিছু মুহূর্তে স্মৃতি হয়ে যায়, যাবে।
তরণরা হয় মধ্যবয়সী;
মধ্যবয়সীরা বৃদ্ধ;
চোখের দৃষ্টিসীমা কমে আসে;
কমে আসে দেখা আর শোনার ইচ্ছা।
সব কিছুই আরম্ভ থেকে সমাপ্ত হয়।

গাছের পাতাগুলো সবুজ থেকে বাদামী হয়।
শীতের পর বসন্ত আসে, কিন্তু তা স্থায়ী হয় না।
সব কিছু কেবলই অতীত হয়, স্মৃতি হয়।

তবু ভবিষ্যতের জন্য কত চিন্তা আমাদের, কত আয়োজন।
ভবিষ্যতের পরেই পুনরায় অতীত।
তবু বর্তমান নিয়ে নিরন্তর ভাবনার শেষ হয় না।
জোনাকি পোকার মতো জীবনতা কেবল জ্বলে ওঠে আর বোঝার আগেই নিভে যায়।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog