ক্ষীণ আলোয় আসন্ন মুক্তির আশায়
একটা লক্ষ্মী পেঁচা হঠাৎ এসে দেখা দেয় কার্তিকের কুয়াসাহীন সকালে;
তখন ভোরের শিশির আর গাছের পাতায় সূর্যালোকে ঝিকিমিকি করে না।
পাশের গ্রামে ওয়াজে আসা হুজুরের মতে,
এসকলই আলামত কেয়ামতের;
যখন সব কিছু দুনিয়াতে অন্যরকম হয়ে যায়।
দাবানল, খরা, অতিবৃষ্টি, মানুষের মন ও হ্নদয়ে আঁকে বেসামাল অস্থির ছবি।
শিশু শ্রেণীর ছোট্ট শিশুসব রঙিন পেন্সিলে ফুল,পাখি, প্রকৃতি আঁকতে ভুলে গিয়ে আঁকতে বসে ঝড় আর জলোচ্ছাসের ছবি।
তবে কি এবার থেকে নবান্ন উৎসব, পিঠাপুলি বানের জলে যাবে ভেসে?
হায়! মেঠো ইঁদুরের দল সব ছুটে চলে কোন সে হ্যামিলনের পাগল করা বাঁশির সুরে।
ব্যাঙ আর সাপ অস্থিত্ব রক্ষায় ভুলে যায় একটানা শীত ঘুম।
উদাস প্রকৃতি চেয়ে থাকে অসহায় ভাবে
অগণিত নক্ষত্রের ক্ষীণ আলোয় আসন্ন মুক্তির আশায়।।