তাপদাহে ছোট্ শিশুর মন পুড়ে;
একচিলটে ছোট্ বারান্দার কোনায়,
পড়ন্ত বিকেলে অফিস ফেরতা মা’মনির অপেক্ষায় সময় কাটে তার।
হঠাৎ কখনওবা ঠাণ্ডা বাতাসের অল্প একটু রেশ তার কোমল দেহে শান্তির পরশ বুলায়।
ছোট্ শিশূ বোঝে না বিশ্ব রা্জনীতি, বিশ্ব মন্দা কি জিনিস!
তবু লোডসেডিং তাকেও স্পর্শ করে।