সাম্প্রতিক প্রকাশনা

সময় গেলে সাধন হবে না (ধারাবাহিক জীবন কাহিনী)

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 27 জন পাঠক।
 ৩
কিন্তু সে স্বপ্ন কবে সত্যে পরিণত হবে? জীবনের তাগিদে সবাই আজকাল বুদ্ধিহীন ভাবে আউরে চলে, “করোনা আর নাই”।
যুদ্ধ যুদ্ধ খেলা চলতে চলতে রাশিয়া আক্রমণ করে ইউক্রেন। মানুষের মনে ভয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে। পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে। পৃথিবী ধ্বংস হবে।জীবন-জীবিকা তছনছ হবে।এখন্ও পরিস্থিতি বোঝা যাচ্ছে না। তবে বিশ্ব পরিস্থিতি পাল্টে যাচ্ছে এবং যাবে। করোনার কারণে বিশ্ব ব্যবস্থাই পাল্টে গেছে। তারওপর এই যুদ্ধ বিশ্বের শক্তিধর দেশগুলোর সম্পর্ক নতুন মেরুকরণে নিয়ে গেছে।অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক চাপের সৃষ্টি হয়েছে।যুক্তরাষ্ট আর ইউরোপের দেশগুলো প্রচুর অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে। পরোক্ষভাবে তারাও যেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে।একথাটি তারা বুঝেও বুঝতে চাচ্ছেনা। পৃথিবীকে তারা অকারণেই বিষিয়ে তুলছে।নতুন বছর এসেছে ২০২৩ সাল। যুদ্ধ কি থামবে?মনে হয় না। 

তবে কেন জানি মনে হয় এ যুদ্ধ পারমাণবিক যুদ্ধের দিকে যাবে না। কারণ পারমাণবিক যুদ্ধের ব্যবসায়িক কোনো লাভ নেই। কনভেনশনাল যুদ্ধের একটি ভিন্ন একটা স্বাদ আছে। এখানে কর্পোরেট বাণিজ্য চলে। অস্ত্রের ব্যবসা তখন জমে ওঠে।

এদিকে ইউরোপ, আমেরিকা, কানাডায় কমছে বেবি বুমারদের সংখ্যা। একটা আশায় বুক বাধা প্রজন্মের বিলুপ্তি ঘণিয়ে আসছে। (চলবে)

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog