সাম্প্রতিক প্রকাশনা

ভূমিকম্প শুরু হলে যা যা করতে হবে

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1249 জন পাঠক।
 ভূমিকম্প শুরু হলে যা যা করতে হবে
 
১ ভূমিকম্প শুরু হবার সঙ্গে সঙ্গে আত্ম রক্ষার জন্য টেবিল, খাট  বা ডেস্ক এর নীচে বা 
কর্ণার রুম বা কোন  শক্তিশালী কক্ষে বা বিমের নীচে আশ্রয় নিন। যদি বাড়ির বাইরে থাকেন
তা’হলে খোলা স্থানে চলে যান।  বৈদ্যুতিক তার বা খুঁটি, গাছ বা ইমারতের কাছে
থাকবেন না বা দাঁড়াবেন না। 

২.যদি গাড়িতে থাকেন, তা’হলে গাড়ি দাঁড় করিয়ে ভেতরেই থাকুন।

৩. সর্বদা শান্ত থাকুন। আপনি বাড়ির ভেতরে থাকলে ভেতরেই থাকুন। মনে 
রাখবেন ভূমিকম্পের মেয়াদ সাধারণত মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ডের বেশি হয়
না। 

৪ দ্রুত ঘর থেকে বের হতে না পারলে কম্পন থামার সঙ্গে সঙ্গে দ্রুত বেড়িয়ে যান। 
ভুলেও কিন্তু লিফট ব্যবহার করতে যাবেন না।
 
৫ স্টিলের আলমারি, শো-কেস, বইয়ের আলমারি ইত্যাদি থেকে এবং কাচের
জানালা থেকে দূরে থাকুন। 

৬  কোন কিছু নেয়ার লোভে অযথা সময় নষ্ট করবেন না। 

৭   ঘর থেকে বের হবার সময় বাচ্চাদের  সঙ্গে নিতে ভুলবেন না। 

৮  বৈদ্যুতিক লাইন ও গ্যাস- এর চুলার সুইচ দ্রুত বন্ধ করুন। 

৯   সর্বদা শান্ত থাকুন।  

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog