সাম্প্রতিক প্রকাশনা

ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1967 জন পাঠক।
 ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি

১	বাড়ি বা কর্মক্ষেত্রে সবসময় টর্চলাইট, মোমবাতি ও দেশলাই আলাদা করে হাতের কাছে রাখুন।

২      ছোটখাট আগুন নেভানোর মত ব্যবস্থা রাখুন। বালির বালতি অথবা অগ্নি নির্বাপকযন্ত্রের ব্যবস্থা রাখুন।

৩     হাতের কাছে ব্যাটারি চালিত রেডিও রাখুন।

৪       কমপক্ষে ৩ দিন বা ৭২ ঘন্টা চলার মত শুকনো ও অপচনশীল খাবারের ব্যবস্থা রাখুন। এজন্য প্রয়োজনীয় খাবার, পানি, জরুরি জিনিষপত্র, ফাস্ট-এইড কিট সহ একটি ব্যাগ তৈরি রাখুন। পনেরো দিন চলার মতো নগদ টাকা ব্যাগে রাখুন। 

৫	পরিবারের সদস্যদের জন্য হেলমেট সংগ্রহ করে রাখুন। শক্ত কাঠের টেবিল বা ডেস্ক তৈরি করে রাখুন যাতে প্রয়োজনের সময় এর নীচে আশ্রয় নিতে পারেন।

৬	ঘর থেকে বের হবার একাধিক দরজা রাখুন। 
 

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog