প্রথম অধ্যায় বাড়িতে খুব হৈচৈ কান্নাকাটি। প্রায় ১০০ জন বিভিন্ন বয়সের মানুষ উঠানে ভিড় করেছে। তিন বছরের ছোট এ্যামি পানিতে ডুবে গিয়েছিল, পুকুরের পানি স্বচ্ছ ও পরিস্কার ছিল বলে দাদি ঘাটে কাজে গিয়ে দেখে ঘাট থেকে কিছুটা দূরে পানির নীচে এ্যামি মাটির সাথে...... তৎক্ষণাৎ দাদি পানিতে নেমে এ্যামিকে উঠানে নিয়ে এসে চিৎকার করছেন...... আমার এ্যামি আর নাই। বাড়ির উঠানে গ্রামের লোকজনে ভরে গেছে। এ্যামির কোন শ্বাস-প্রশ্বাস পড়ছেনা। প্রথমে তার ছোট কাকা এ্যামিকে মাথায় করে কিছুক্ষণ লাফায়, কোন কাজ হয়না। পরে তার বাবা পা ধরে ঘুরায়, তাতেও যখন কোন লাভ হয় না। তখন সবাই বলেঃ ও মারা গেছে রেখে দাও মাটি...