নিঃশব্দচরণে আসে বর্ষা ভেজা রাত।
সমুদ্রবেলায় খেলা করে বৃষ্টি অবুঝ শিশু।
ঢেউগুলো কানে কানে না না কথা ভেঙে ভেঙে বলে।
অবোধ বালিকা বরষা দাঁড়িয়ে সাগরপারে।।
নিঃশব্দচরণে আসে বর্ষা ভেজা রাত।
সমুদ্রবেলায় খেলা করে বৃষ্টি অবুঝ শিশু।
ঢেউগুলো কানে কানে না না কথা ভেঙে ভেঙে বলে।
অবোধ বালিকা বরষা দাঁড়িয়ে সাগরপারে।।