সাম্প্রতিক প্রকাশনা

স্বপ্ন

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1098 জন পাঠক।
 তুমি স্বপ্ন দেখতে কখনো?
একজন মানুষের?
যে তোমায় নেবে, পাবে তোমার সবটা,
তোমার অহংকার, তোমার লজ্জা,
তোমার নির্জনতা প্রিয়তা এবং তোমার সব সংকোচগুলো।
তোমার সব যে অধিকার করে নেবে
তার সমস্ত আগ্রহ আর আন্তরিকতার একাত্নতা দিয়ে।
দেখতে এমন কোন স্বপ্ন কোনদিনও?

যে স্বপ্নে বেড়ে ওঠা শুধুমাত্র একজনকে নিয়ে-
শুধুমাত্র একজনকে নিয়ে হেঁটে বেড়ানো সবুজ কোন দিগন্তহীন পথের দিকে অথবা কথোপকথন কোন প্রসঙ্গহীন সীমাহীনতা নিয়ে। 
তুমি কি এমন কোন স্পপ্ন নিয়ে ভেবেছো কোনদিন- 
যে স্বপ্নে তোমার কষ্টের কৃয়াশা ছিন্ন করে একটা
গরম   সূর্য্যের উত্তাপ দেয় তোমার হৃদয়ে।
হয়তো ভাবো নি
কারণ,
তুমি যে স্বপ্ন দেখতে জানো না। 
আর দেখোওনি কোন দিন।

পাঠকের মন্তব্য


অন্যন্যা : অসাধারণ ...

একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog