সাম্প্রতিক প্রকাশনা

প্লিজ এমন করো না তোমরা

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 53 জন পাঠক।
 প্লিজ এমন করো না তোমরা

আমাদের ঠোঁটগুলো নিষ্প্রাণ হয়ে আসে, তোমরা নিষ্প্রাণ হয়ে এসে আমাদের ঠোঁটে
হিংসার বন্যা বইয়ে দিচ্ছো।

প্লিজ দিয়ো না।

আমাদের পরিবারের কাছ থেকে আমাদের কেড়ে নিয়ো না।,
যেও না ওই পথ ধরে
তুমি কেড়ে নেওয়া জিনিষের ওপর নজর দিচ্ছো কেন?

প্লিজ দিয়ো না।

সৃষ্টিকর্তা সাক্ষী আমাদের ভাগ্য বদলে গেছে,
তোমাদের কারণে,

আমাদের দুনিয়া ওলট পালট করে দিচ্ছো,
আমাদের বিধ্বস্ত করে দিচ্ছো,
শোকে জর্জরিত করে দিচ্ছো;

প্লিজ দিয়ো না।

তোমরা মুখ ফিরিয়ে নিলে সেই বিরহী
চাঁদের আধাঁর ঘনিয়ে আসবে,
চাঁদের আলো ঢেকে দিতে চাইছো;

প্লিজ দিয়ো না।

হে দুনিয়া আর আখিরাতের রক্ষাকর্তা,
তুমি এই নিষ্ঠুর দুনিয়ায় আমাদের
একা ফেলে যেতে চাইছো কেন?

দোহাই তোমার,  যেও না একা ফেলে।

তুমি আমাদের ভালো না বাসলে
দু’দন্ড শান্তি পেতাম না।
অথচ ভালোবাসা থামিয়ে দিয়োছো!

দোহাই তোমার আমাদের সাথে এমন করো না।

আমাদের এই পাপী দু’চোখ চুরি করে তোমার দিকে চেয়ে রয়, 
হে শোকে জর্জরিত মানুষ
তোমরা চুরি করার সুযোগ করে দিচ্ছো অন্যদের

প্লিজ দিয়ো না।

হে বিপ্লবীরা, পথ হারাবে কি তোমরা আবার?

প্লিজ হারিয়ো না।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog