চর্তুদশ পরিচ্ছেদ ম্যাগউইচের আর্বিভাব পিপের বয়েস হলো তেইশ। হার্বাটের জন্যে পিপ অনেক চেষ্টা করলো। তাকে যেমন করেই হোক ব্যবসার জন্যে টাকার ব্যবস্থাা সে করবেই ভেবে রেখেছিল। এ সময় একবার মি: জাগারসের সঙ্গে দেখা করে বলে কয়ে কিছু টাকার ব্যবস্থাও সে করলো। সেই টাকা হাতে পেয়েই সে দিয়ে দিলো তার বন্ধুকে। হার্বাট ব্যবসায় নেমে গেলো। একজন বড়োসরো ব্যবসায়ীর অংশীদার হয়েই সে কাজ শুরু করে দিলো। সেদিন পিপ কোথাও বার হয়নি। একলা একলা সমস্ত দিন কাটিয়ে রাতে বাতি জ্বালিয়ে একটি বই খুলেছে কি খুলেনি, এমন সময় নিচে ভয়ানক হাঁকাহাঁকি – ডাকাডাকি শুনে সে ঘরের বাইরে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে...
এয়োদশ পরিচ্ছেদ -২ না। কেবল আদেশ। হুকুমের ওপর হুকুম। এটা কর,ওটা কর। এটা আন, ওটা আন। এই নাও এই কর। শুধু আদেশ, শুধু হুকুম আর হুকুম। নাঃ! এতোটুকু ভালোবাসাও না। আমি যা পেয়েছি এতোকাল, ফিরিয়ে দেবার হলে আমি কেবল তা-ই দিতে পারি। অন্যকিছু পাবো কোথায় যে দেবো? পিপের মনে হলো, সে দম আটকে মরে যাবে। মানুষ এতো নিষ্ঠুরের মতো কথা বলতে পারে? এতো বিচিত্র দুনিয়া? এতো বিচিত্র মানুষের হৃদয়! তোমাকে ভালোবাসিনি আমি? আমার ভালোবাসা পাওনি তুমি? আশ্চর্র্য! আশ্চর্য!! তাই বুঝি আমাকে পাগল ভাবচো তুমি? স্টেলা তখুনি প্রতিবাদ করলো। তা কেন ভাবতে যাবো আমি? লোকে কি জানে, কি শিক্ষা আমি পেয়েছি এতোকাল? আপনিই কি ...
এয়োদশ পরিচ্ছেদ রহস্যপুরীতে সেরাতে যে আশ্চর্য অদ্ভুত কথাবার্তা হলো স্টেলা বার মিস হ্যাভিসহামের মধ্যে, পিপ স্তম্ভিত বিস্ময়ে একাকী রইলো তার সাক্ষী! অবিশ্যি মিস হ্যাভিসহামের গিয়েই বসলো স্টেলা। কিন্ত তার মুখে যেমন নেই এতোটুকু হাসি, তেমনি তার ব্যবহারে ও রূঢ় ভঙ্গিতে প্রকাশমান রইলো একধরণের উদ্ধত কাঠিণ্যের ভাব। মিস হ্যাভিসহাম বললেন, স্টেলা, আমার জন্য তোমার মধ্যে আর এতটুকু করণা নেই? মিস হ্যাভিসহামের দিকে চোখ তুলে তাকালো না পর্যন্ত স্টেলা। ধরা গলায় বললো, আজ যে আমি নিজেকেই করুণা দেখিয়ে শেষ হতে বসেছি। কী আশ্চর্য কণ্ঠস্বর তার, পিপের মনে হলো। মিস হ্যাভিসহাম একবার চ...
দ্বাদশ পরিচ্ছেদ পিপ ফিরে এলো লন্ডনে। তার মন নানাচিন্তায় ভারাক্রান্ত। হার্বাটকে সমস্তই খুলে বললো সে। তাকেই বিশ্বস্ত বন্ধু মেনে নিলো সে। এতোদিন যা সে লুকিয়ে রেখেছিল, এবারে তাই সে খুলে বললো স্পষ্টবাক্যে। বললো, হার্বাট, স্টেলাকে আমি ভালোবাসি। সে ছাড়া.. হার্বাট বাধা দিয়ে বললো, আমাকে অতো করে বলতে হবে কেন? আমি তো সবই জানি। পিপ ভয়কংর অবাক হলো তার কথা শুনে। তুমি জানবে কেমন করে? আমি তো তোমাকে এ সম্পর্কে কিছু বলিনি। হার্বাট হাসতে লাগলো, তুমি একটা আস্ত গাধা! আমাকে যখন না বলেই চুল কেটে এসে ঘরে ঢোকো তুমি, তোমার দিকে চেয়েই কি আমি তখন বুঝতে পারিনে যে তুমি কোথায় গিয়েছিলে...
একাদশ পরিচ্ছেদ পিপের বদ্ধমূল ধারণা হলো তার এই পরিবর্তনের মূলে নিশ্চয় রয়েছেন মিস হ্যাভিসহাম, অন্য কেউই নয়। লন্ডন রওয়ানা হবার একদিন পূর্বে তাই সে গেল সেই রহস্যপুরীতে। মিস হ্যাভিসহাম আরো বুড়ো হয়েছেন। তাকে দেখে হাসলেন। বললেন, বাসরে তুমি তো বাপু দেখতে শুনতে একেবারে বড়োসড়োটি হয়ে উঠছো। পিপ বললো, আমি লন্ডন যাচ্ছি, তাই যাবার আগে আপনাকে একবার দেখতে এলাম। বেশ করেছো। মি: জাগারসের সঙ্গে আমার গতকাল দেখা হয়েছে। দত্তক নেয়ার পরও কিন্তু তোমার নাম তোমারই থাকবে। এই ভালো হয়েছে। খবরদার নাম পাল্টাবে না পিপ। মিস হ্যাভিসহাম আবার হাসলেন , বললেন, বিদায় পিপ। বিদায়। পিপ বললো তা...