ক্রমশ একথা স্পষ্ট হয়ে উঠে যে নিঃস্বার্থ পরিশ্রমের ফলাফল হয় শূন্য;
কেউ কারো জন্য পথকে মসৃণ করে তুললে, অন্যরা তার পথকে অমসৃণ করে দেয়।
কেউ কারো কর্মকীর্তিকে স্বীকৃতি দিলে, জীবনে সে কোন দাম পায় না।
এভাবেই নগরের ‘সুবোধরা’ কেবল পালিয়ে বেড়ায়।
সময় কখনও তাদের সূর্যোদয় দেখতে দেয় না।