সাম্প্রতিক প্রকাশনা

বৃষ্টি ভেজা সকাল

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1390 জন পাঠক।
  সেই কবে বৃষ্টি ভেজা এক সকালে তুমি কথা দিয়েছিলে, সাক্ষী ছিল ভোরের হাওয়া,
সাক্ষী ছিল বউ কথা কও পাখি।
এখনো আমার মনের সিন্দুকে জমে আছে কত কথা।
শুধু তুমিই গেছো ভুলে আমাদের সোনালী সময়কে।

কেন এমন হয়?
বর্ণালী সময়, অবুঝ কথোপকথন
সব ছিঁড়ে- খুঁড়ে কেন রক্ত আর দুঃখ ঝরে পড়ে।
কেন তবে মিথ্যে স্বপ্ন দেখালে?
দুচোখের অবুঝ বিশ্বাসটুকু কেন ফেলেছিলে হৃদয়ে?
এখন নোঙ্গরহীন হৃদয় আমার কোন বন্দরে ভিড়াবো নিয়ে?

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog