গন্তব্য নেই
শহরের কোলাহল ভালোলাগে না।
বর্বর শহর তুমি গ্রাস করো গ্রাম:
পিচঢালা রাজপথে অহংকার, লুণ্ঠন আর
কান্নার দিনলিপি লেখা হয় অবিরাম, অবিরত।
বহুতল ভবন আর বস্তিতে মিথ্যের কথকতা…
কর্পোরেট কালচার গিলে খায় সব!
প্রতিদিন পাখিরা কেবল ডানা মেলে শহরেও,
মিলিয়ে যায় গন্তব্যে
দিগন্তে বিলীন।
মানুষের নেই কেনো গন্তব্য,
আদিগন্ত মিথ্যার বেসাতি কেবল।