সাম্প্রতিক প্রকাশনা

বাতাসে বিষ!

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 43 জন পাঠক।
 বাতাসে বিষ!
নিশ্বাসে অসহ্য জ্বালা,
শহরের বাতাসে, মানুষের নিঃশ্বাসে কেবলই দুষণ চলা-ফেরা করে।

উড়ন্ত ট্রেন ছুটির দিনের আনন্দকে করেছে গতিময়,
দিয়েছে যান্ত্রিকতা;

কাগজের ওপর ফুল আর পাতা দিয়ে বানানো শুভেচ্ছা কার্ড রূপ নিয়েছে স্মার্ট কার্ডের।

হে প্রকৃতি আমাদের এভাবে নিঃস্ব করে দিয়ো না।
পূর্ব-পুরুষের উপস্থিতি আমাদের অনুভব করতে দাও;
ত না’হলে অস্থিত্বহীনতার অনুভূতি কেমনভাবে অনুভূত হবে?

তোমাদের উৎসব পার্বণের উল্লাস আর হাততালিতে পথশিশুদের কান্না ভেসে আসে।
ভেসে আসা সে কান্নাকে পুজি করে বিভিন্ন ভাবে পুঁজির বিকাশ হয় আরো।

আগুনের মতো গ্রীস্মকাল, পলাতক বৈশাখী ঝড়ের কথা মনে করিয়ে দেয়;
ধোঁয়া আর আগুনে আচ্ছন্ন নগরে জন্মভূমির গৌরবগাঁথার লোককাহিনী এখন বড্ডো বেমানান।

অতত্রব ‘সুবোধ’ তুমি আবার মুক্ত পাখির মতো হয়ে ওঠো, পাখা মেলে উড়ে চলো দ্বিধা-দ্বন্ধ ছেড়ে।
স্বাগত জানাও বৃষ্টি ভরা মেঘকে।

এ শহরে মুক্তির বৃষ্টি আসবে কি কখনো- কোন বছরে?
যদি আসে! প্রতীক্ষায় প্রহর গোনে কোটি মানুষ যদি সে আনন্দ বৃষ্টি আসে?

আসবে কি কখনও?

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog