অসম সময়ে বসবাস এথন ‘সুবোধের’;
পালিয়ে বেড়াবার সময় প্রকট হয়ে উঠে।
হায় সুবোধ! তোমার স্বপ্ন এখন কানাডা যাবার;
অস্ট্রেলিয়ার পথে তোমার কল্পনার চোখ এখন ছুটে যেতে চায়।
অথচ তোমার নিজ দেশ, আজ যেন তোমার জন্য পরবাসে থাকা!
কত আর লক্ষ্যহীন ভাবে স্বার্থপরের মতো্ পালিয়ে বেড়াবে তুমি?
কিউবার বিপ্লবের কথা এথনও কী স্বপ্ন হয়ে ভাসে?