হে বন্ধু,
তোমার নৈকট্যে কিছুদিন স্বপ্নের সরোবরে কেটেছি সাঁতার;
অকস্মাৎ কারণ ছাড়া শেষ হলো জলকেলি,
যেমন শুধু সেতারের আলাপেই শেষ করেন সংগীত কোন দুঃখী শিল্পী আনমনে।
জানতাম বিদায়ের প্রহর একদিন আসবেই
প্রেমিক হ্রদয়ে মোর ছড়িয়ে দেবে রাশি রাশি
বেদনার উত্তাল ঢেউ,
কিন্তু এতোই শীঘ্র আসবে সেই ভয়ংকর বিদায় কখনো ভাবিনি আগে।
তুমি অথবা আমি কেউ-ই দায়ী নই এমন সংকটে।
যা ঘটেছে হয়ত তার বিষ বৃক্ষ অগোচওে আমরাই
পরস্পর করেছি রোপন অসর্তকভাবে?
এখন চারদিকে দৃষ্টি অন্ধকরা কালবৈশখী ঝড়,
কেনো জলে লুপ্তপায় সাঁকো আর
গৃহহীণ মৃত পাখি ভাসমান।।