সাম্প্রতিক প্রকাশনা

একাকী নেকড়ে

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 68 জন পাঠক।
 সশব্দ বিস্ফোরণের শব্দ
বারুদের গন্ধ ভাসে বাতাসে,
একাকী নেকড়ে লোকালয়ে আবার আক্রমণ করে।

উল্টা-পাল্টা মতবাদ মানুষকে
বিভ্রান্ত করে দাবানলের মতো।
হিংসা ছড়িয়ে দেয় ভঙ্গুর সমাজের রদ্ধে রদ্ধে।

এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর আমেরিকা জুড়ে 
কেবলেই বারুদের গন্ধ।

সর্বত্রই  ঘুরে ফিরে একাকী নেকড়েরা।
সভ্য মানুষগুলো বিলুপ্তপায়
নেকড়ের রূপ ধরে ভাইদের হত্যায় হিংস্র দাঁত বিকাশিত করে।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog