রাত বাড়লেই চলে যাওয়া মানুষগুলো রাস্তায় নেমে আসে;
দূরের বাড়িগুলোতে একটি একটি করে বাতিগুলো নিভে যায় তখন,
শহরের সম্ভান্ত্র অংশে অলিগলিতে যখন নৈশ প্রহরীর হুইসেল শোনা যায়;
ঠিক তখন ওরা রাস্তায় নেমে আসে;
প্রজন্ম ভিন্ন হলেও, ওদের মাঝে নেই কোনো বৈষম্য এখন;
ওরা সব ১৫২, ৬৯, ’৭১, ’৯০ আর ’২৪ এর শহীদ মুক্তিযোদ্ধাদের দল।
দল বেধে প্রতিরাতে ওরা আসে এই ঢাকা শহরের অলিগলিতে,
তিনশ ফিট আর মানিক মিয়া অ্যাভিনিউয়ে;
দেখতে কি পায় তাদের এই মহানগরের রাতের জেগে থাকা জীবিত মানুষগুলো?
অথবা তাদের দেখতে কি চায় এই মহানগরের মানুষগুলো?
গড়তে কি চায় হৃদয়ে হৃদয়ে শহীদ মিনার?