সাম্প্রতিক প্রকাশনা

শহীদদের মনে পড়ে

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 201 জন পাঠক।
 আমাদের হৃদয়ে রক্তক্ষরণ চলমান থাকবে,
প্রতিটি নির্জন রাতে আমাদের স্বপ্নে
শহীদরা ফিরে আসে. আমরা তাদের অনুভব করি বুকের ভেতরে।
আমরা জানি তোমাদের স্মৃতি বহমান অবিরাম;
দূরে অথবা কাছে যেখানেই আমরা থাকি,
দূরত্ব যাই হোক; 

তোমাদের কথা আমাদের স্বপ্নে ভাসে।
আমাদের বিশ্বাসে, আমাদের হৃদয়ে
তোমাদের অবারিত স্মৃতি কথা আলপনা আকেঁ;
হৃদয়ের বন্ধ দূয়ারে আঘাত হানে
সব সকীর্ণতা দূর করতে।

এবং আমাদের হৃদয় তোমাদের জন্য ব্যথিত হয় বারংবার।
তোমাদের ভালোবাসা একটিবার আমাদের স্পর্শ করলেই,
তা যেনো সারা জীবনের জন্য আমাদের দেহ-মনে জড়িয়ে যায়;
এমন ভালোবাসা আমাদের মৃত্যূর পরও অবিচ্ছেদ্য রয়ে যাবে।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog