আমাদের হৃদয়ে রক্তক্ষরণ চলমান থাকবে,
প্রতিটি নির্জন রাতে আমাদের স্বপ্নে
শহীদরা ফিরে আসে. আমরা তাদের অনুভব করি বুকের ভেতরে।
আমরা জানি তোমাদের স্মৃতি বহমান অবিরাম;
দূরে অথবা কাছে যেখানেই আমরা থাকি,
দূরত্ব যাই হোক;
তোমাদের কথা আমাদের স্বপ্নে ভাসে।
আমাদের বিশ্বাসে, আমাদের হৃদয়ে
তোমাদের অবারিত স্মৃতি কথা আলপনা আকেঁ;
হৃদয়ের বন্ধ দূয়ারে আঘাত হানে
সব সকীর্ণতা দূর করতে।
এবং আমাদের হৃদয় তোমাদের জন্য ব্যথিত হয় বারংবার।
তোমাদের ভালোবাসা একটিবার আমাদের স্পর্শ করলেই,
তা যেনো সারা জীবনের জন্য আমাদের দেহ-মনে জড়িয়ে যায়;
এমন ভালোবাসা আমাদের মৃত্যূর পরও অবিচ্ছেদ্য রয়ে যাবে।