অরণ্য বিলুপ্তপ্রায়
নেকড়েদের নগর আগ্রাসনে
তরশ্রীরা ক্ষত-বিক্ষত
তীক্ষ্ম নখের আচঁড়ে নিষ্পাপ মুখ রক্তাক্ত হয়;
পরে থাকে লাশ অতি নিরাপত্তা বেষ্টনীর আবরণে ছোট ছাউনির ব্রিজের তলায়।
শ্রেণিহীন প্রতিবাদ তীব্র হয় মফস্বলে, শহরে -উপশহরে।
লোভ, ঘৃণা রূপ নেয় বাঁধাহীন মানব মিছিলে।
নেকড়ের দল ভীত সন্ত্রস্ত
চারদিকে প্রতিরোধের মুষ্টিবদ্ধ হাত,
দৃঢ থেকে দৃঢতর হয়।
একটি কুঁড়ি বারুদ হয়ে বিস্ফোরিত হয়;
সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ করে।
রক্ষা করে ইতিহাসের সত্যিকার যুদ্ধকে,
যা রয়েছে মানুষের হ্নদয়ের নিভৃত কোনে।।