সাম্প্রতিক প্রকাশনা

খাঁচার মধ্যে আবদ্ধ আমি

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 75 জন পাঠক।
 খাঁচার মধ্যে আবদ্ধ আমি
স্বপ্নের মধ্যে ভুলে থাকতে চাই নিজের অস্বিস্তকে

প্রস্তর যুগের কাহিনী ভুলে যাবার নয়, 
বৃক্ষকে দগ্ধ করা হয় সীমাহীন যন্ত্রণায় শেষকৃ্ত্যের আবাহনে।

খাঁচায় আবদ্ধ আমি, আবার ফিরে আসবো হয়তো বৃষ্টিতে ভিজে জীবনের অন্যকোন দিনে;
খাঁচার মায়া যায় কি সহজে ছাড়া!

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog