শুধু নরম পায়ে এসো,
এ কি খুব বেশি চাওয়া,
যখন ঘড়ির কাঁটা সময়ের গভীরে ডুবে যায়,
ভূতুড়ে ঠোঁটে নিভে যাওয়া সিগারেট জ্বলে ওঠে।
ভালো করে তারিখ মিলিয়ে নাও,
ভালো করে বন্দুকও দেখো—
না? আর তো দরকার হবে না!
শীতের চাদরে ঢাকা আঙুল,
অন্য কারও রক্তে ভেজা হাত।
তুমি আঙুলেই আগুন জ্বালো,
আর ধোঁয়ায় হারিয়ে যাও,
যখন ক্লান্ত রাত জ্বলে ওঠে,
আর তারারা অন্ধ চোখে একদৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার দিকে।