কোন দিন আর বলা হবে না,
কি আমার দুঃখ-বেদনা।
কষ্টটা তবু থাকে, কষ্টটা তবু তীব্র হয়;
পেজাঁ তুলোর মতো কষ্টটা জমতে জমতে পাহার হয়।
সূচেঁর মতো মনটা সেখানে হারিয়ে যায়,
জীবন যেন খড়ের গাদায় সূঁচ খুঁজে ফেরার মতো নিরন্তর একরোখা প্রচেষ্টা-
শুরু আছে যার,
তবু শেষ নেই।।