সাম্প্রতিক প্রকাশনা

বন্ধু ও বিশ্বাস

মোঃ আশরাফুল আলম লেখাটি পড়েছেন 1164 জন পাঠক।
 আমি এখনও পাহারের পাদদেশে দাঁড়িয়ে আছি, 
তবুও বিশ্বাস করি পায়ে পায়ে একদিন ঠিকই পৌঁছে যাব চূঁড়ায়,
তুমি মাঝ পথে কখনও আমার হাত ছারতে পারবে না, 
কারণ তুমি আমার বন্ধু।

চৈত্রের খরতাপে আমি পুরে যাবার ভয় করিনা, 
বৈশাখে কাল বৈশাখীর  তাণ্ডব আমাকে ভাবায় না,
আষাঢ়ের অঘোষিত কাল মেঘের বুক চিরে যখন তখন নেমে আসতে পারে অঝর ধারায় বৃষ্টি, 
তবুও জানি তোমার ছাতার নিচে আমার জন্য একটু যায়গা ঠিক বরাদ্দ থাকবে, 
কারণ তুমি আমার বন্ধু।

পৌষের হাড় কাঁপানো কনকনে শীতের রাতে, 
নরম বিছানা বালিশ ফেলে তোমার সাথে বাইরের খোলা আকাশের নিচে সারারাত আড্ডা দিতে পারি, 
আমি জানি তুমি আমার জন্য অন্তত খড় কুটো জ্বালিয়ে একটু উত্তাপের ব্যবস্থা নিশ্চয়ই করবে।
কারণ তুমি আমার বন্ধু।

যেদিন জানব তুমি চাঁদে কিংবা মঙ্গল গ্রহে একখণ্ড জমি কিনেছ,
আকাশচুম্বী অট্টালিকা কিংবা রাজপ্রাসাদ গড়ে তুলেছো,
দামি গাড়ি আর রেশমি চাদরে ঘেরা চোখ ধাঁধানো নারী তোমার সাথে আছে,
সেদিন তোমায় বিরক্ত করবনা, তবে এটুকু বলব,
যদি কখনও নিজেকে ভীষণ একা লাগে,
যদি কখনও নিঃসঙ্গতা অনুভব কর,
তাহলে সেই বটতলায় এসে দু ’দণ্ড জিরিয়ে যেও,
আমি থাকব তোমার সাথে,
কারণ আমি তোমার বন্ধু।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog