সাম্প্রতিক প্রকাশনা

কোনো এক বিপ্লবের প্রত্যাশায়

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 74 জন পাঠক।
 আজ নিশুতি রাত কুকুরের ডাকে নিস্তব্ধতা ভাঙ্গে।

রাতের অন্ধকার রাজপথে আলো আধাঁরে
অনিশ্চয়তা মানুষগুলোকে ঘুম পারিয়ে রাখে।

কাঁচের জানালায় শীতের রাতের হাওয়ার  মৃদু আঘাত;
কেমন জানি ভূতুরে পরিবেশ;

দূরের রাস্তায় ফুটপাতের দোকানে ডিম ভাজির মাদকতাময় গন্ধ ভেসে বেড়ায়।
ফুটপাতে শুয়ে থাকা অর্ধ পেট খাওয়া মানুষগুলো সেই গন্ধে মাতোয়ারা্

এমনই এক রাতে পথশিশু, ভবঘুরে, রাস্তার কুকুর
সবাই ঐক্যবদ্ধ হবে কোনো এক আসন্ন বিপ্লবের প্রত্যাশায়।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog