সাম্প্রতিক প্রকাশনা

সবকিছু শেষ হলে

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 303 জন পাঠক।
 সবকিছু শেষ হলে

সবকিছু শেষ হলে, আমাকে জাগিয়ে দিও।
যখন আমি জ্ঞানী হবো এবং বয়সের ভারে ন্যুব্জ।
চলে যাওয়ার সময়, আমি আমাকেই খোঁজার চেষ্টা করেছি।
এবং আমি জানতাম না যে আমি হারিয়ে গেছি।।

আমি সারা দুনিয়ার বোঝা বয়ে বেড়াবার চেষ্টা করেছি।
তবে আমার মাত্র দুটি হাত রয়েছে, 
আশা ছিল বিশ্ব পরি্ভ্রমণ করার।
কিন্তু আমার ছিল না কোনো মহাপরিকল্পনা।

প্রার্থনা করি চিরকালই আমি তরুন থাকি।
আমার চোখ দুটি বন্ধ করার ভয় করিনি।
সবার জন্য জীবন হচ্ছে একটা খেলা। 
এবং ভালোবাসা হচ্ছে জীবনের পুরস্কার।

তাই, সবকিছু শেষ হলে, আমাকে জাগিয়ে দিও।
যখন আমি প্রজ্ঞাবান হবো এবং বয়সের ভারে ন্যুব্জ।
চলে যাওয়ার সময়, আমি আমাকেই খোঁজার চেষ্টা করেছি।
এবং আমি জানতাম না যে আমি হারিয়ে গেছি।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog