সাম্প্রতিক প্রকাশনা

হিজি্বিজি জীবনের পথে হেঁটে চলা

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 240 জন পাঠক।
 হিজি্বিজি জীবনের কোন প্রান্তে তুমি আজ দাঁড়িয়ে হে ‘সুবোধ’?
খোঁজ কর কাকে?

পুরোনো কমরেড সব হারিয়েছে হিজিবিজি পথে;
বাম-ডান মিলে লালনের কথকতা,
বাতাসে আশাহীন বাণী প্রতিধ্বণিত করে।

রাত গভীর হলে প্রজন্ম চত্বরে বিদায়ী আত্মারা সমবেত হয়, গণঅভ্যুত্থানের স্বপ্ন রোমন্থনে।

বিভক্ত মানুষেরা গভীর রাতে সংঘবদ্ধ হবার ব্যর্থ চেষ্টা করে মাত্র।

বিভক্তি এখন মানুষ থেকে মানুষে;
বিভক্তি বণ্য প্রাণী থেকে পাখিতে;
বিভক্তি গাছে গাছে, অরণ্যের ছোট ছোট কীটপতঙ্গে ছড়িয়ে পড়ে।

বিলুপ্তি এখন মানুষের বাস্তুতন্ত্রে;
বিলুপ্তি এখন মানুষের জীবনজীবিকা আর পরিবেশে;
সবকিছু হিজিবিজি হয়ে গেছে পথে যেতে যেতে।

হিজিবিজি জীবনের হিসেব মেলাতে শহর-নগর ছেড়ে সুবোধেরা খোঁজে ছায়া নীড়;
‘সুবোধের’ হিজিবিজি পথে তাই ফিরে চলে গ্রামবাংলায় পড়ন্ত বেলায়;
জীবনের অন্য আরেক হিজিবিজির সন্ধানে। 

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog