সাম্প্রতিক প্রকাশনা

কেবল বয়ান দিয়ে যাই

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 180 জন পাঠক।
 এই যে জনাব, 

প্রতিদিন ফেসবুকে এতো যে বয়ান দেন- জাতির উদ্দেশ্যে!

কোন ঘন্টা করতে পেরেছেন?

প্রতিদিন তো এটা ভালো নয়,

ওটা ভালো নয়, ওটা খারাপ,

সব কিছু রসাতলে গেল বলে কলোরব তোলে পোস্ট দেন।

নিজের অন্তরে ভালোর কোন চাষাবাদ কি করেন?

আগাছায় তো ভরা সবার জী্বন বাগান!!

যার যার বাড়ি যেতে পদ্মা সেতু, যমুনা সেতু পার হন দ্রুত;

‘পুলসিরাত’ পারাপারের চিন্তাই শুধু মাথায় থাকে না কারো!!!

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog