উৎসর্গ করলাম নিজেকে তোমার জন্যে
তোমার নিরাপত্তার জন্যে আমি সত্য বলে যাবো,
তোমার ভবিষ্যৎ স্বাধীনতাকে নিশ্চিত করতে;
মিথ্যাকে কোনভাবেই বিনিময় করবো না।
তবুও অনিয়ন্ত্রিত আঙুলের কারসাজিগুলো;
হয়তোবা আমার হাত থামাতে পারবে না।
আমি জানি আমার কণ্ঠ নিঃসৃত বাক্যসমূহ আজকের দিনে অচল;
কিন্তু তোমার আগামীর জন্যে তা উৎসর্গ করে গেলাম।।